মহররমের ষষ্ঠ বা সপ্তম রাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের বয়োবৃদ্ধ সাহাবী হাবিব ইবনে মাজাহির ইমামের কাছে অনুমতি নিয়ে তাঁর নিজ গোত্র বনি আসাদের নিকট সাহায্য চেয়ে এই কিয়ামে অংশগ্রহণ করতে আহ্বান জানায়।
৬ মহররম-কারবালায় ইয়াজিদের বাহিনীর ঘনত্ব
এই দিনে হযরত আবা আব্দিল্লাহিল হুসাইন আলাইহিস সালাম এর সাথে যুদ্ধের জন্য শত্রুপক্ষের বিশাল বাহিনী একত্রে হয়।
সূত্র: লোহুফ, পৃষ্ঠা-১৪৫ ও...৬ মহররম-কুফাতে কামারদের বাজার
ষষ্ঠ মহররম থেকে কুফা শহরের কামারদের বাজারে আসা- যাওয়া ও বেচাকেনার ভিড় জমে
বাজারে যাকেই দেখা যাচ্ছিল তলোয়ার, তীর বা বর্ষা কেনাতে ব্যস্ত ছিল, কিছু কিছু তীর তিন মাথা বিশিষ্ট ছিল, কেউ আবার তাদের অস্ত্র গুলিকে ধারালো করছিল...
সূত্র: ওয়াসিলাতুদ দারিনা ফি আনছারুল হুসাইন আলাইহিস সালাম, পৃষ্ঠা-৭৯, মায়ালিউস সিবতাইন, খন্ড-১, পৃষ্ঠা-৩১২।
৬ মহররম
মহররমের ষষ্ঠ বা সপ্তম রাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের বয়োবৃদ্ধ সাহাবী হাবিব ইবনে মাজাহির ইমামের কাছে অনুমতি নিয়ে তাঁর নিজ গোত্র বনি আসাদের নিকট সাহায্য চেয়ে এই কিয়ামে অংশগ্রহণ করতে আহ্বান জানায়।
বনি আসাদের কিছু লোক শহীদ ও আহত হয় এবং অনেকেই পালিয়ে যায়।
সর্বোপরি হাবিব ইবনে মাজাহির একাই ইমাম হুসাইন আলাইহিস সালাম এর কাছে ফিরে আসে।
সূত্র: বিহারুল আনওয়ার, খন্ড-৪৫, পৃষ্ঠা-৩৮৬
Your Comment